প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৫২

ক্লান্ত অবস্থায় মিলল দেশীয় বিলুপ্ত প্রজাতির শকুন

অনলাইন ডেস্ক
ক্লান্ত অবস্থায় মিলল দেশীয় বিলুপ্ত প্রজাতির শকুন

মাদারীপুরে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় একটি শকুন পাখি উদ্ধার করেছে জেলা বন বিভাগের কর্মকর্তারা। সোমবার বিকেলে জেলা শহরের পুরান বাজারের কাঁচা বাজার গলি থেকে শকুন পাখিটি উদ্ধার করা হয়।

বন কর্মকর্তারা জানিয়েছেন, পাখিটিকে চিকিৎসা সেবা দিয়ে খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হবে।

মাদারীপুর জেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, বিকেলে পুরান বাজারের কাচা বাজারে স্থানীয় লোকজন শকুন পাখিটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বিলুপ্তপ্রায় পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দিয়ে এনে পাখিটির চিকিৎসা দিচ্ছি।

মাদারীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক জানান, পাখিটিকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। আপাতত আমরা কোনো ধরনের ওষুধ প্রয়োগ করিনি। তবে পাখিটিকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের মাংস এনেছি। এগুলো খাওয়ানোর পর আশা করছি ক্লান্তি দূর হয়ে সুস্থ হয়ে উঠবে পাখিটি। এরপরও যদি কোনো ধরনের ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে সেই ব্যবস্থা করব।

এদিকে জেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, আমরা শকুন পাখিটিকে নিতে খুলনা বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে খবর দিয়েছি; তারা এসে সুন্দরবনে ছেড়ে দেয়ার জন্য নিয়ে যাবে।

  দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে