মিরপুর বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মুত্যু
রাজধানীর শাহ আলী থানার মিরপুর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় লুৎফর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে লুবনা আক্তার বলেন, ‘আমার বাবা মিরপুর বেড়িবাঁধ এলাকা দিয়ে মসজিদে যাওয়ার পথে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঢামেকে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী গ্রামে। বর্তমানে মিরপুরের রয়েল সিটি এলাকায় থাকি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন