সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
জনগণের সেবায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত ৩৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রত্যেকের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করা। জনগণ যেন দ্রুততার সঙ্গে কাঙ্ক্ষিত সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দক্ষতা, যোগ্যতা ও কর্ম স্পৃহাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের একটি স্লোগান হচ্ছে ‘তারুণ্যের শক্তি- বাংলাদেশের সমৃদ্ধি’। দেশের এই যুবশক্তিকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।