চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে অন্তত ১৩টি বসতঘর পুড়ে গেছে।রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আনিস চৌধুরীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের দিকে আনিস চৌধুরীর বাড়িতে গ্যাসের চুলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. বদিউল আলম, মো. মাহবুবুল আলম, শফি সওদাগর, মো. রফিক, মো. কফিল উদ্দীন, মো. ফোরক সওদাঘর, আবুল খায়ের, মো. জামাল উদ্দীন, মো. ফরিদুল আলম মাস্টার ও নন্না মিয়া।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজান বলেন, মাদার্সা ইউনিয়নের একটি বাড়িতে গ্যাসের চুলা থেকে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি ঘর ভস্মীভূত হয়ে যায় এবং প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন