প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৫১

ভালোবাসা দিবসে জুরাইনের ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়

অনলাইন ডেস্ক
ভালোবাসা দিবসে জুরাইনের ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকালের প্রথমদিনে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামপুরের বিআইডব্লিউটিএ’র ইকোপার্কে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের ঢল নামে।সকাল থেকেই অপেক্ষাকৃত কম বয়সী তরুণ-তরুণীদের অনেকেই বসন্তকে স্বাগত জানাতে বাসন্তী রংয়ের পোশাক পরে এ বিনোদন কেন্দ্রটিতে ঘুরতে ছুটে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের সংখ্যা আরও বাড়তে থাকে।

পার্কটিতে দুই ডজনেরও বেশি রাইডে চড়ার জন্য শিশুদের নিয়ে অভিভাবকদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায়। পার্কটিতে প্রবেশ মূল্য প্রতিজন ৫০ টাকা এবং বিভিন্ন রাইড প্রতি সর্বনিম্ন ৩০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা।

ওয়ারির বাসিন্দা বিপ্লব দিক্ষীৎ সপরিবারে ইকোপার্কে প্রথমবার ঘুরতে এসেছেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্যস্ততম রাজধানীতে শিশুদের বিনোদনের সুযোগ খুবই কম। আগে শাহবাগের শিশুপার্কে বাচ্চাদের নিয়ে যেতেন। সংস্কার কাজের জন্য প্রায় দুই বছর ধরে সেটি বন্ধ রয়েছে। পরিচিত একজনের মাধ্যমে এ পার্কটির কথা জানতে পেরে ঘুরতে এসেছেন তিনি।বিপ্লব দিক্ষীতের সুরে সুর মেলালেন ঘুরতে আসা আরও কয়েকটি পরিবার।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে