প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৩

রাজধানীতে রিকশায় বাসের ধাক্কা, আহত ২

অনলাইন ডেস্ক
রাজধানীতে রিকশায় বাসের ধাক্কা, আহত ২

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন৷ সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে৷

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ৯টায় ডি লিংক (গুলিস্তান-ধামরাই) পরিবহনের একটি বাস ঢাকা কলেজের সামনে থেকে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পার হওয়ার সময় আবারও এক পথচারীকে ধাক্কা দেয়৷

গাড়িচালক দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে যাত্রী ও পথচারীরা সায়েন্সল্যাব মোড়ে গাড়িটি আটকে দেয়৷ এ সময় চালকসহ দুজনকে আটক করেন সায়েন্সল্যাব ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট৷পরে তাদেরকে নিউ মার্কেট থানার টহল পুলিশ এস আই মিলনের কাছে হস্তান্তর করা হয়৷ আটক দুজনকে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়েছে৷

উপরে