তেজগাঁওয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত ৭
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় লেগুনা স্টেশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মুরগির দোকান কর্মচারী মো. শফিক (১৯), আই পি এইচ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র নাইমুল ইসলাম শুভ (১৯), মো. সুমন (২২), মো. শাওন (১৮), মো. রাকিব (১৮), মো. মোমিন (২৪) ও নাজমুল হাসান (২৫)।
আহত নাজমুল জানান, রাত ৯টার দিকে শান্তা টাওয়ারের সামনে পূর্বের এক ঘটনাকে কেন্দ্র করে বসা সালিশি বৈঠকে কাওরানবাজার রেল গেট এলাকার লেগুনা স্ট্যান্ডের চালক পারভেজ ও আলকাছের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন হেলপার হামলা চালান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এমন একটি ঘটনা ঘটেছে সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন