প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৪৭

ভাষা আন্দোলনের ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের মাইলফলক

অনলাইন ডেস্ক
ভাষা আন্দোলনের ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের মাইলফলক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের মাইলফলক। বাঙালি জাতির চেতনার উন্মেষে অণির্বান দ্বীপ শিখা। ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে এবং তাদেরকে আরও জানার জন্য উৎসাহিত করতে হবে।

শনিবার ( ২০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্ত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার আডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া এমপি ও সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, পৃথিবীর মধ্যে বাংলাভাষাই একমাত্র ভাষা, যেটি আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। ভাষা আন্দোলনই প্রথমে স্বাধীকার এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে রুপান্তরিত হয়েছিল।

অনুষ্ঠানে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসিফ হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সভাপতি উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, সহ-সভাপতি মো. তারিক মাহমুদ।অনুষ্ঠানে অতিরিক্ত সচিববৃন্দ, স্পিকারের একান্ত সচিব এবং আবাসিক কমপ্লেক্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপরে