প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৫০

তাবলিগ জামাতে গিয়ে প্রাণ হারাল শিশু

অনলাইন ডেস্ক
তাবলিগ জামাতে গিয়ে প্রাণ হারাল শিশু

নারায়ণগঞ্জে তাবলিগ জামাতে এসে পুকুরে ডুবে মো. শাওন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের জাঙ্গাল মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শাওন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার উত্তর রাজিবপুর এলাকার মো. আলম মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন আহম্মেদ বলেন, ওই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে