প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১১:২৫

পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে সামিয়া আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

সামিয়া উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর এলাকার কর্নেল বেপারীর মেয়ে। সে ধাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী।

সামিয়ার মামাতো ভাই আরাফাত মুন্না জানান, সামাজিক একটি অনুষ্ঠানের জন্য সামিয়াদের বাড়িতে তারা বেড়াতে যায়। দুপুরের দিকে মামাতো-ফুপাতো ভাই-বোনেরা মিলে দল বেধে গোসল করতে যায়। এসময় ছেলেরা নদীর পাশের চরে ফুটবল খেলছিল। আর মেয়েরা নদীতে গোসলে নামে।

কিছুক্ষণ পর সামিয়ার অন্য বোনেরা এসে তাদেরকে জানায়- সামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তাকে খোঁজাখুজি করে নদী থেকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে