প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৩১

প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিজেই মারা গেলেন এক প্রেমিক। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত প্রেমিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত প্রেমিকের নাম সাইফুল ইসলাম (২৬)। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। অন্যদিকে প্রেমিকা নিতু আক্তার (১৮) সুনামগঞ্জের মেয়ে। তারা জেলার কালীগঞ্জে একটি কোম্পানিতে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় ঘুরতে আসেন নিতু ও সাইফুল। দীর্ঘসময় তারা ওই এলাকায় ঘোরাফেরা করেন। সাড়ে ৪টার দিকে এগারসিন্দুর আন্তনগর এক্সপ্রেস ঘোড়াশাল রেলস্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করছিল। সে সময় প্ল্যাটফর্মে কোনো বিষয় নিয়ে রাগারাগি করছিল তারা দুইজন।

এর মাঝে হঠাৎ করেই প্রেমিকা নিতু দৌড়ে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। নিতুকে বাঁচাতে দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে রেললাইনের বাইরে ফেলে দেয় সাইফুল। তবে এরপর সে নিজেই কাটা পড়ে মারা যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমায়েদুল জাহিদি এ বিষয়ে বলেন, ‌‌নিহতের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। প্রেমিক-প্রেমিকা হওয়ায় তারা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে