প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৫৬

মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের ত্রিশালে বিল্লাল হোসেন (২২) নামের এক যুবককে মোবাইল চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৩টায় উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিহত বিল্লালের বড় ভাই সোলাইমান বলেন, আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সাদিকুলের (৪০) সঙ্গে দেড় বছর আগে থেকেই বিরোধ চলে আসছিল বিল্লালের। এর জেরে শুক্রবার মধ্যরাতে বিল্লাল ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে নারায়ণপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা সাদিকুল, রুমান ও শরীফ মোবাইল চুরির অপবাদে পিটায়।

তিনি আরও বলেন, পরে আমার বাবা বিষয়টি জানালে ৯৯৯-এ ফোন করি। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। লাশ ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও ঘাতকদের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। তবে নিহত বিল্লাল হোসেনের নামে থানায় মোবাইল চুরির পাঁচটি মামলা আছে বলেও জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে