প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৫:৫৪

ডোবায় মশার লার্ভা দেখে হতাশ ডিএনসিসি মেয়র

অনলাইন ডেস্ক
ডোবায় মশার লার্ভা দেখে হতাশ ডিএনসিসি মেয়র

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযান (ক্রাশ প্রোগ্রাম) চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৮ মার্চ) সকাল ৮টায় পল্লবীর সাগুফতা খাল থেকে এই অভিযান শুরু হয়।

অভিযান শুরুর আগেই সাগুফতা খাল পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন নগরে কিউলেক্স মশার উপদ্রব অনেক বেড়েছে। তাই সোমবার থেকে সিএনসিসির স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী, মশক নিধন কর্মী, মশক নিধনের যন্ত্রপাতি, পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ডিএনসিসির অঞ্চল-২ এর আওতাধীন এলাকায় এই ক্রাশ প্রোগ্রাম চালানো হচ্ছে। কাল মঙ্গলবার অঞ্চল-৪ তথা মিরপুর-১০ এলাকায় অভিযান চালানো হবে। এভাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত ডিএনসিসির ১০টি অঞ্চলে ক্রাশ প্রোগ্রাম চালানো হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘এই ক্রাশ প্রোগ্রামে ডিএনসিসির এক হাজার ৪০০ মশক কর্মী কাজ করছেন। তাদের সঙ্গে কয়েকজন কীটতত্ত্ববিদ রয়েছেন। তারা ক্রাশ প্রোগ্রাম সঠিকভাবে পরিচালনা করছেন। ১৬ মার্চ প্রথম দফা ক্রাশ প্রোগ্রাম শেষ হলে পরের দিন থেকে আবার দ্বিতীয় দফায় অভিযান শুরু হবে।’

দুপুর ১২টায় সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার ভেতর একটি ডোবা পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র। কিন্তু ডোবায় মশার প্রচুর লার্ভা দেখে তিনি হতাশা প্রকাশ করেন।

মেয়র আতিক বলেন, ‘একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতর মশার লার্ভা জন্মাবে, এটা হতে পারে না। এই মশা আশপাশের বাসা-বাড়িতে গিয়ে ঢুকছে। এই অবস্থা চলতে দেয়া হবে না।’

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন  বলেন, সোমবার বিকেল ৪টায় ডিএনসিসি মেয়র ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩ বড় মসজিদের পেছনে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করবেন।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে