প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১২:১৬

কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহতরা ঢামেকে

অনলাইন ডেস্ক
কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহতরা ঢামেকে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহতদের মধ্যে সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিতে এসেছেন।

গুলিবিদ্ধরা হলেন- মইনুদ্দিন (৩২) ইমরান হোসেন রাকিব (৩০) জাকির হোসেন হৃদয় (২৬) ও আরাফাত হোসেন (২৫) ।

এদের মধ্যে মাইনুদ্দিন ও ইমরানকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর জাকির হোসেনকে চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া এম এ হান্নানসহ আরও দুইজন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেলে সাতজন এসেছেন। এদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দুইজনকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুরো বসুরহাট বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহত হন প্রায় ৫০ জন। এদের মধ্যে আলাউদ্দিন নামে একজন মারা যান।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে