প্রকাশিত : ১১ মার্চ, ২০২১ ১৩:০৪

হাতিরঝিল-গুলশান-বারিধারা লেকের দায়িত্ব চায় ডিএনসিসি

অনলাইন ডেস্ক
হাতিরঝিল-গুলশান-বারিধারা লেকের দায়িত্ব চায় ডিএনসিসি

হাতিরঝিল, গুলশান এবং বারিধারা লেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরশনকে (ডিএনসিসি) দেয়ার দাবি জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ১১টায় গুলশান গুদারাঘাটে মশা নিধনে চলমান ক্র্যাশ প্রোগ্রাম কার্যক্রম পরিদর্শনকালে এ দাবি জানান তিনি।

ডিএনসিসি মেয়র আতিকুল বলেন, ‘আগে এই লেকেগুলোতে কচুরিপানা এবং আবর্জনায় ভরা ছিল। সেখানে প্রচুর মশা জন্মাতো। লেকের পাড়ে বসবাস করে দায় ছিল। আমরা সেই অবস্থার পরিবর্তন করেছি। লেকটি এখন দৃষ্টিনন্দন হয়েছে। দেখতে অনেক ভালো লাগছে।’

তিনি বলেন, ‘বিদেশে লেক, খাল, মাঠ অনেক সুন্দরভাবে সাজানো থাকে। আমরাও ঢাকাকে সেভাবে সাজাতে চাই। এসব লেক ডিএনসিসিকে স্থানান্তর করার বিষয়ে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি সভা ছিল। অনিবার্য কারণে তা পিছিয়ে গেছে।’

মশা নিধন কার্যক্রম নিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘মশা নিধন কার্যক্রম বড় একটি চ্যালেঞ্জ। এই বিষয়ে ডিএনসিসি মনিটরিং বাড়াবে। কোনো মশক নিধনকর্মী রাতে কাজে ফাঁকি দিতে না পারে সে ব্যবস্থা নেয়া হবে।’

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে