প্রকাশিত : ১২ মার্চ, ২০২১ ১৬:৫১

শিব চতুর্দশী মেলায় যাওয়ার পথে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক
শিব চতুর্দশী মেলায় যাওয়ার পথে প্রাণ গেল নারীর

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলায় যাওয়ার পথে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মংকরই ত্রিপুরা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বার আউলিয়া ফুলতলা জুম্মা পাড়ার বাসিন্দা পদ্ম ত্রিপুরার স্ত্রী ছিলেন।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিব চতুর্দশী মেলায় যাওয়ার জন্য মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন ওই নারী। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করি।’

বৃহস্পতিবার থেকে সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। এবার মেলা ঘিরে ৭ লাখ পুণ্যার্থী আসবেন বলে আশা করছেন আয়োজকরা। ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ সমবেত হয়েছেন সেখানে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে