প্রকাশিত : ২০ মার্চ, ২০২১ ১৩:১৩

ব্যক্তির অপরাধে গোষ্ঠীর ওপর হামলা কাম্য নয়

অনলাইন ডেস্ক
ব্যক্তির অপরাধে গোষ্ঠীর ওপর হামলা কাম্য নয়

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘু এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা ও বানোয়াট অভিযোগে শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের ওপর হামলা করছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। এখানে একজন ব্যক্তির ওপর আনা অভিযোগ পুরো গোষ্ঠীর ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এটা কাম্য নয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে হবে। দেশের সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে শান্তিতে বাস করতে দিতে হবে।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে এভাবে সাম্প্রদায়িক হামলা চলতে পারে না। সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিমচন্দ্র ভৌমিক বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সংখ্যালঘুদের ওপর এই হামলা চালানো হয়েছে। এর পেছনে ইন্ধনদাতা কারা সরকারকে তা খুঁজে বের করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা না ঘটে সেজন্য সংখ্যালঘু আইন করতে হবে।

নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধনে নির্মল রোজারিও, কাজল দেবনাথ, বসুদেব ধর, পূরবী মজুমদার, জয়ন্ত সেন প্রমুখ বক্তব্য দেন।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন

উপরে