প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২১ ১৩:৪৪

করোনায় বিএডিসি মহাব্যবস্থাপকের মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনায় বিএডিসি মহাব্যবস্থাপকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মহাব্যবস্থাপক (বীজ) প্রকাশ কান্তি মন্ডল। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএডিসির এই মহাব্যবস্থাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সদ্যপ্রয়াত প্রকাশ কান্তি মণ্ডল দীর্ঘ কর্মজীবনে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মস্পৃহা দেশের কৃষিবিদসহ সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরেক শোকবার্তায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বিএডিসির দক্ষ ও চৌকস এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কৃষিবিদ প্রকাশ কান্তি মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন শেষে ১৯৯০ সালে বিএডিসির সহকারী পরিচালক পদে যোগ দেন। মৃত্যুকালে তিনি মহাব্যবস্থাপক (বীজ) হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে