মধ্যরাতে ফুটপাতে নবজাতক, ফোন পেয়ে হাসপাতালে নিল পুলিশ

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাতে শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কাতরাচ্ছিল সদ্যপ্রসূত এক নবজাতক। পরে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিচয়হীন শিশুটি বর্তমানে সুস্থ আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার রাতে ঘড়ির কাটায় তখন দেড়টার কাছাকাছি, ঠিক ওই সময়ে নবজাতককে ফুটপাতে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এক ব্যক্তি। এর ১৫ মিনিট পরেই ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর। উদ্ধার করে বাচ্চাটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি।
এ বিষয়ে ওসি মো. আলমগীর বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে নবজাতকটিকে উদ্ধার করতে যাই। এরপর সদ্যপ্রসূত ওই কন্যাসন্তানকে হাসপাতালে ভর্তি করে দেই। বাচ্চাটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারা বাচ্চাটি রেখে গেছেন সেটি জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, যদি বাচ্চাটির কোনো অভিভাবক পাওয়া না যায়, তবে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা নেব।’
এর আগে ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের কর্নেলহাটের একটি ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করে প্রশংসিত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আলমগীর।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন