ছাড়পত্রহীন আমদানি পণ্য বিক্রি করায় জরিমানা

ছাড়পত্রহীন আমদানি করা শ্যাম্পু, লিপস্টিক, স্কিন পাউডার, নেইল পলিশ, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায় বিএসটিআই আইনে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযানে মিনিসো নামের দোকানে অবৈধভাবে আমদানি করা ছাড়পত্রহীন পণ্য বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওই এলাকায় আকর্ষণ বেকারি কর্তৃক অবৈধভাবে বিস্কুট ও কেকের লেবেলে গুণগতমান চিহ্ন ব্যবহার না করে পণ্য বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে গোড়ান বাজারে কাওছার মাংস বিতান ও জাহাঙ্গীর মাংস বিতানের ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন