রাজশাহী জেলা আ.লীগের সভাপতি মেরাজ মোল্লা আর নেই

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (পবা-মোহনপুর আসন) বীর মুক্তিযোদ্ধা আলহাজ মেরাজ উদ্দিন মোল্লা মারা গেছেন।
রোববার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা।
তিনি বলেন, ‘তার লাং বা ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকেরা তার লাংয়ের পানি বেরও করেছিলেন, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘মেরাজ মোল্লা প্রথমদিকে করোনায় আক্রান্ত হলেও পরে তা নেগেটিভ আসে।’
এর আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার গত ২৮ এপ্রিল করোনা শনাক্ত হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন