গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে টাকা হাতিয়ে নিত ভুয়া সিআইডির পরিদর্শক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক পরিচয়ে প্রতারণার অভিযোগে খন্দকার লতিফুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। লতিফুল আদালত থেকে ভুয়া গ্রেফতারি পরোয়ানা বের করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। তাকে রোববার (৩০ মে) রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার করে সিআইডি।
গ্রেফতার লতিফুল হক কুমিল্লা জেলার লাকসাম থানার উত্তর পশ্চিম গাঁও গ্রামের খন্দকার বাড়ির মৃত খন্দকার করিবুল হকের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর দক্ষিণ মুগদার ১১০/১(ক) নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।
সোমবার (৩১ মে) বিষয়টি জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।
তিনি বলেন, গ্রেফতার খন্দকার লতিফুল হক দীর্ঘদিন ধরে নিজেকে সিআইডির পরিদর্শক পরিচয় দিয়ে ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় ইকবাল নাদির প্রিন্সের নামে জালিয়াতির মাধ্যমে ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ পঞ্চম আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা বের করেন। সেখানে প্রিন্সকে বলা হয়, তার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানাসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরে ওই প্রতারক তার অজ্ঞাতনামা সহযোগীসহ নাদির প্রিন্স এবং তার বাবা মঈন উদ্দিন নাদিরকে ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়।
এরপর ওই ভুয়া পরোয়ানা দেখিয়ে প্রিন্সকে আবারও গ্রেফতারের ভয় দেখানো হয়। এ সময় আরও টাকা আদায়ের চেষ্টা করলে প্রিন্সের সন্দেহ হয়। তিনি সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণকে বিষয়টি জানান। পরে ঢাকা মেট্রো দক্ষিণ সিআইডির একটি বিশেষ টিম ওই ভুয়া সিআইডি পরিদর্শক মো. খন্দকার লতিফুল হককে খিলগাঁও রেলগেইট এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু ভুয়া গ্রেফতারি পরোয়ানা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
সিআইডি জানায়, লতিফুল হক দেশের বিভিন্ন থানা থেকে জিডির কপি সংগ্রহ করে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন