কাজ তদারকি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভবন মালিকের

নোয়াখালীর সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করতে গিয়ে অসাবধানতাবশত লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভবন মালিকের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তির নাম জাকির হোসেন (৫৪)। তিনি নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আজিজুল হকের ছেলে।
মঙ্গলবার (১জুন) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের বাড়িতে নির্মাণাধীন একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুর রহমান শামীম এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলায় পানি দিচ্ছিলেন শ্রমিকরা। এসময় কাজের তদারকি করছিলেন ভবনের মালিক জাকির হোসেন। ওই সময়ে ভবনে বিদ্যুৎ ছিল না। এসময় তিনি ভবনের দ্বিতীয় তলায় লিকেজ একটি বৈদ্যুতিক তার সরাতে গেলে বিদ্যুৎ চলে আসে। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জাকির হোসেন পাঁচ সন্তান্তের জনক ছিলেন। সন্ধ্যার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন