প্রকাশিত : ৪ জুন, ২০২১ ১২:২৬

আগ্রাসনের শিকার শিশুদের স্মরণে আন্তর্জাতিক দিবস আজ

অনলাইন ডেস্ক
আগ্রাসনের শিকার শিশুদের স্মরণে আন্তর্জাতিক দিবস আজ

আজ ৪ জুন, আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের স্মরণে আন্তর্জাতিক দিবস। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে।

১৯৮৩ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে। বিশ্বজুড়ে সংঘটিত বিভিন্ন ধরনের আগ্রাসন ও পীড়নের শিকার শিশুদের স্মরণ করতে জাতিসংঘের সাধারণ পরিষদ এই বিশেষ আন্তর্জাতিক দিবস পালনের ঘোষণা দেয়।

আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের সম্পর্কে সবাইকে জানাতে, তাদের অধিকার আদায়ে সচেতন হতে, বিশ্বব্যাপী শারীরিক, মানসিক, আবেগময় নির্যাতনের শিকার সব শিশুদের জন্য জাতিসংঘ এই দিবস পালন করে।

দিনটি ১৯৮২ সালের ১৯ অগাস্ট প্রতিষ্ঠা পায়। এই দিবসটি মূলত লেবাননের যুদ্ধের শিশুদের ভয়াবহ অবস্থাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়।

ওইদিন জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত হওয়া সপ্তম অধিবেশনে ফিলিস্তিনের এই দাবির ওপর বিবেচনা করে আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুর আন্তর্জাতিক দিবস হিসেবে প্রতি বছর ৪ জুন স্মরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

দিনটি সম্পর্কে ১৯৮৩ সালে জাতিসংঘের সাবেক মহাসচিব জাভেইয়ার পেরেজ ডে কিউইলার বলেছিলেন, গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের ওপর তাদের পবিত্র দায়িত্ব রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে