প্রকাশিত : ১২ জুন, ২০২১ ১৫:২৩

রাজধানীতে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
রাজধানীতে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর হাতিরঝিল মীরবাগের একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১২ জুন) দুপুর ১টা ৪৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেবলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, হাতিরঝিল মীরবাগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে