প্রকাশিত : ২ জুলাই, ২০২১ ১৮:০৯

কারাবন্দি রফিকুলের জুম মিটিং: তদন্ত কমিটি, ৮ কারারক্ষী প্রত্যাহার

অনলাইন ডেস্ক
কারাবন্দি রফিকুলের জুম মিটিং: তদন্ত কমিটি, ৮ কারারক্ষী প্রত্যাহার

কারাকর্তৃপক্ষের তত্ত্বাবধানে দুই মাস আগে হাসপাতালে ভর্তি হন ডেসটিনি-২০০০ লিমিটেডের কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। গত মে ও জুনে তিনি হাসপাতালে বসে মোবাইল ফোন ও জুম প্লাটফর্মের মাধ্যমে অনলাইন মিটিংয়ে অংশ নেন। বুধবার (৩০ জুন) বিষয়টি ধরা পড়ার পর দায়িত্বে অবহেলার কারণে ৮ কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) তৌহিদুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দায়িত্বরত ৮ কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রধান কারারক্ষী, ৭ জন সাধারণ কারারক্ষী।

তিনি আরও বলেন, ৮ জনকে বিএসএমএমইউ থেকে প্রত্যাহার করে সাধারণ ডিউটি দেয়া হবে।

গত দুই মাস ধরে রফিকুল আমিন কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। হাসপাতালে থাকার কারণ হিসেবে তিনি ডায়াবেটিসের কথা উল্লেখ করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে