প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১১:৫১

সীতাকুণ্ডে পাহাড় ধসে পড়ল নির্মাণাধীন বাড়ির ওপর

অনলাইন ডেস্ক
সীতাকুণ্ডে পাহাড় ধসে পড়ল নির্মাণাধীন বাড়ির ওপর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ধসে একটি নির্মাণাধীন বাড়ি হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের সমদ্দরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‌পাহাড় কেটে একদল লোক সলিমপুর এলাকায় বসবাস করছিলেন। শুক্রবার দুপুরে একটি পাহাড়ের দুটি স্পটে ধস নেমেছে। তবে ধসের মাটি খালি জায়গায় পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। এছাড়াও আমি নিজে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে বসবাসকারীদের অতিদ্রুত এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে যেতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ওই এলাকায় পাহাড় কেটে একজন পুলিশ সদস্যও বসবাস করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।

উপরে