প্রকাশিত : ৫ জুলাই, ২০২১ ১০:০৪

‘দেশের অধিকাংশ মানুষকেই বিনামূল্যে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে’

অনলাইন ডেস্ক
‘দেশের অধিকাংশ মানুষকেই বিনামূল্যে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘কোভিড-১৯ থেকে মানুষকে বাঁচাতে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেকের টিকা বাংলাদেশের মানুষকে দেয়া হচ্ছে। ইতোমধ্যে এক কোটি ডোজেরও বেশি টিকা মানুষকে দেয়া হয়েছে।’

রোববার (৪ জুলাই) নিজ কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন উপাচার্য।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশ থেকে চাহিদামতো টিকাপ্রাপ্তির জোর তৎপরতা চলছে। দেশেও ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। তাই ভ্যাকসিন নিয়ে আর হতাশা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশের অধিকাংশ মানুষকেই বিনামূল্যে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে।’

অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকাদান কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ কোনো কোনো কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের কার্যক্রম চলছে। আশা করি, আগামী এক-দুই মাসের মধ্যেই চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া যাবে। তখন এই টিকা প্রদানের কার্যক্রম পুরোমাত্রায় শুরু করা যাবে।’

চলমান কঠোর লকডাউন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন বলেন, ‘নিজের ও অন্যের জীবন রক্ষার্থে ঘরবন্দি থাকুন। বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। করোনাভাইরাস প্রতিরোধের প্রথম ভ্যাকসিন হলো মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা।’

উপরে