প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ১০:১৮

স্বাস্থ্যবিধি না মানায় ঢাকা উত্তর সিটিতে জরিমানা

অনলাইন ডেস্ক
স্বাস্থ্যবিধি না মানায় ঢাকা উত্তর সিটিতে জরিমানা

লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ৩টি মামলায় ১০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুলাই) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ২টি মামলায় ২০০ টাকা এবং ৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকাব্বীর আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৩টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১০ হাজার ২০০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে