প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১০:৩৩

এবার ধামাকা শপিংয়ের ব্যাংক হিসাব জব্দে সিআইডির চিঠি

অনলাইন ডেস্ক
এবার ধামাকা শপিংয়ের ব্যাংক হিসাব জব্দে সিআইডির চিঠি

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের ব্যাংক হিসাব জব্দে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (১৬ জুলাই) সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধামাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছি আমরা। বিভিন্ন ই-কমার্স কোম্পানি নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আলোচিত ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির মতোই বিপুল ডিসকাউন্টে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম মূল্য নিয়ে সময়মতো পণ্য বা রিফান্ড পরিশোধ না করার অভিযোগ রয়েছে গতবছর ব্যবসা শুরু করা ধামাকা শপিংয়ের বিরুদ্ধে।

গত ৩০ জুন ধামাকা শপিংসহ আলেশা মার্ট, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, নিডস, কিউকম, দালাল প্লাস, ইঅরেঞ্জ এবং বাজাজ কালেকশনের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে