প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৬:০৫

নন-ক্যাডারে নিয়োগ পেলেন আরও ২৭৭ জন

৩৮তম বিসিএস
অনলাইন ডেস্ক
নন-ক্যাডারে নিয়োগ পেলেন আরও ২৭৭ জন

৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়েও ক্যাডার না পাওয়া ২৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটসমূহে জুনিয়র ইন্সট্রাক্টর (নন-ক্যাডার) পদে তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ৩৮তম বিসিএসের লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

গত বছরের ৩০ জুন ৩৮ তম বিসিএসের চূড়ান্ত ফলে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে