অর্থ আত্মসাৎ মামলায় সাবেক হেফাজত নেতা সলিমুল্লাহ কারাগারে
অর্থ আত্মসাতের এক মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা সলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৩১ অক্টোবর) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এহসান এস সোসাইটি নামে একটি সমিতির প্রায় ১৬০০ গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সলিমুল্লাহর বিরুদ্ধে মোট সাতটি মামলা হয়। ২০১৮ সালে ভুক্তভোগী পাঁচ গ্রাহকের পক্ষে সাড়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সলিমুল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন আসাদুজ্জামান নামে এক ব্যক্তি। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দেন।
তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করলে আদালত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। পরোয়ানার পর আজ (রোববার) সলিমুল্লাহ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাবেদ হোসেন বলেন, সমিতি খুলে টাকা আত্মসাতের অভিযোগে সলিমুল্লাহর বিরুদ্ধে মোট সাতটি মামলা হয়। একটি মামলায় তিনি আজ (রোববার) আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
