প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৬:১৪

তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ১ দগ্ধ ৭

অনলাইন ডেস্ক
তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ১ দগ্ধ ৭

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজে বিস্ফোরণে মো. কামরুজ্জামান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত কর্মী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ নামের ওই জাহাজে বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত মো. কামরুজ্জামান ওই জাহাজের সুকানি ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি নিহত কামরুজ্জামানের বাড়ি গোপালগঞ্জে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময় ওই জাহাজে ১৩ জন কর্মী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পদ্মা অয়েল কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিদর্শন করেছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আজ সকালে জাহাজের ইঞ্জিনকক্ষের জেনারেটর চালু করতে গিয়ে বিকট শব্দে আগুন লাগে। আগুন দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

জাহাজটিতে সাড়ে আট লাখ লিটার ডিজেল ছিল বলে জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে