প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৫:৫৪

রাতের তাপমাত্রা কমে পড়তে পারে কুয়াশা

অনলাইন ডেস্ক
রাতের তাপমাত্রা কমে পড়তে পারে কুয়াশা

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, একই সঙ্গে বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, গত ১৮ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। সোমবার (২২ নভেম্বর) সকালে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি। তবে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয়। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।

আবাহওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি বলেন, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৬ দশমিক ছিল টেকনাফে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে