প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১ ১৫:০৫

২৪ লাখ টাকা আত্মসাৎ: দুই কাস্টম কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
২৪ লাখ টাকা আত্মসাৎ: দুই কাস্টম কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জাল কাগজ তৈরি করে ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের দুই কাস্টম কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল ইসলাম মোল্ল্যা ও রাজস্ব কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ খান।

বুধবার (২৪ নভেম্বর) সকালে দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন।

একই মামলায় দুই সিঅ্যান্ডএফ এজেন্ট মালিককেও আসামি করা হয়। তারা হলেন- নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার এবং বনলতা শিপিং এজেন্সির মালিক আব্দুল মান্নান চৌধুরী।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী ও দুদক কর্মকর্তা আবু সাঈদ।

তিনি বলেন, ট্যাক্স ফাঁকি দিয়ে আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে দুই কাস্টম কর্মকর্তা ও দুই সিঅ্যান্ডএফ এজেন্টের মালিকের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তকালে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে