প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২১ ১২:৫৭

মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

অনলাইন ডেস্ক
মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি শতবর্ষী মসজিদের দানবাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে। তবে মসজিদের দানবাক্স থেকে কতো টাকা চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

মসজিদে থাকা সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, শনিবার (০৪ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার শ্রীপুর বুড়া মসজিদে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাচীন এ মসজিদে নানা মানত (উদ্দেশ্য) নিয়ে লোকজন টাকা দান করে থাকেন। মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজনও সেখানে টাকা দান করেন। মসজিদটিতে ছোট-বড় মিলে মোট ২২টি দানবাক্স রয়েছে। প্রতিবছর নির্দিষ্ট দিনে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়ে থাকে।

এদিকে, রোববার ফজরের নামাজের সময় দানবাক্স ভাঙা দেখে মুসল্লিরা চুরির বিষয়টি জানতে পারেন। এরপর মসজিদে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, আগের দিন রাত ৩টার দিকে মুখে কাপড় পরিহিত এক লোক গ্রিল কেটে দানবাক্স ভেঙে টাকা নিয়ে যাচ্ছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ঘটনাটি জানার পর পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে