প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৫০

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল তিন জনের

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল তিন জনের

ট্রাকচাপায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বৈশামুড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, নিহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। তারা সবাই ইটভাটার শ্রমিক। ভোরে নিজ বাড়ি থেকে সিএনজিযোগে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে