প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ১২:৪৪

টঙ্গীর বস্তিতে আগুন, পুড়েছে ৫৪ বসতঘর

অনলাইন ডেস্ক
টঙ্গীর বস্তিতে আগুন, পুড়েছে ৫৪ বসতঘর

গভীর রাতে আগুন লেগে গাজীপুরের টঙ্গীর মিলগেট চুড়ি ফ্যাক্টরি এলাকার লাল মসজিদ বস্তির ৫৪ বসতঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ আগুন লাগে।

টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, লাল মসজিদ বস্তিতে ইসমাইল মিয়ার বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বস্তির আটজনের মোট ৫৪টি বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে