প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ১৬:১১
সীতাকুণ্ডে আগুনে পুড়লো জেলেদের ১৮ ঘর
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলেদের ১৮টি ঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলেপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ ঘোড়ামারা জেলেপাড়া এলাকায় গভীর রাতে হঠাৎ আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এর আগে জেলেদের ১৮টি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ১৮টি ঘরে ২০ পরিবার বসবাস করে আসছিল।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
