দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন
অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের মামলায় অভিযোগপত্র গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি প্রদীপ কুমার দাশ। একই সঙ্গে তার দুর্নীতি মামলা বাতিল চাওয়া হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।
তিনি বলেন, রোববার আমরা একটি আবেদন হাতে পেয়েছি। যে আবেদনে প্রদীপ কুমার দাশ অভিযোগপত্র গঠন বাতিল এবং মামলার কার্যক্রম স্থগিত চেয়েছেন।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত প্রদীপের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। যে আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার এই আসামি।
দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। পরে ২০১৯ সালের ২০ এপ্রিল প্রদীপ ও তার স্ত্রীর সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ করা হলে একই বছরের জুন মাসে তারা সম্পদের হিসাব দাখিল করেন।
এরপর প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০২০ সালের ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
মামলায় তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়।
২০২১ সালের ২৬ জুলাই প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ওই বছরের ১ সেপ্টেম্বর প্রদীপের উপস্থিতিতে অভিযোগপত্রের শুনানি হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
