প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৪১

ফটিকছড়িতে জিপের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত

অনলাইন ডেস্ক
ফটিকছড়িতে জিপের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে জিপ গাড়ির ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তার ধাওয়া খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রীর মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনগণ ট্রাফিক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

ফটিকছড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান বলেন, 'ফেলাগাজী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।'

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে