অটোরিকশার ধাক্কায় আহত ডা. সামিনা মারা গেছেন
সড়ক দুর্ঘটনায় আহত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সামিনা আক্তার (৪০) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. সামিনা চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট ছিলেন। তিনি চট্টগ্রাম ইউএসটিসি মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের ছাত্রী। তার স্বামী মীর ওয়াজেদ আলীও একজন চিকিৎসক। ব্যক্তিগত জীবনে ডা. সামিনা দুই সন্তানের জননী।
জানা গেছে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের কোতোয়ালি থানার কাজির দেউরি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। এরপর তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ (বৃহস্পতিবার) সকালে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের এ চিকিৎসকের মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। পাশাপাশি অভিযুক্ত অটোরিকশাচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
