গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি-বেসরকারি অফিসে গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল আদায় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়েও মত দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি একথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক সরকারি অফিস বহু দিন ধরে গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল দিচ্ছে না। এমনকি অনেক বেসরকারি অফিসেও গ্যাস-বিদ্যুতের বকেয়া দিচ্ছে না। এসব বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বকেয়া পরিশোধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি।
সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে বিদ্যুতের বকেয়া বিল ৯ হাজার কোটি টাকা এবং গ্যাসের বকেয়া ৬ হাজার ৩৬৫ কোটি টাকা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
