অজ্ঞানপার্টির কবলে পড়ে টাকার সঙ্গে প্রাণও গেলো কলেজশিক্ষকের
খুলনার ডুমুরিয়ায় অজ্ঞানপার্টির কবলে পড়ে এস এম নাজমুল ইসলাম (৫৫) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে রোববার (৬ মার্চ) দুপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন এই কলেজশিক্ষক।
চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন জানান, রোববার কলেজের ক্লাস শেষ করে দুপুর ১টার দিকে আল আরাফাহ ইসলামি ব্যাংকের চুকনগর শাখা থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন নাজমুল ইসলাম। এরপর টাকা নিয়ে খুলনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে খাতা আনতে যাওয়ার জন্য চুকনগর বাজার থেকে বাসে ওঠেন। পথে তিনি অজ্ঞানপার্টির কবলে পড়েন।
অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে টাকা নিয়ে যান। বিকেল ৩টার দিকে বাস খুলনায় পৌঁছালে বাসের লোকজন তাকে সিটের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘তাকে অজ্ঞান অবস্থায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান তাহলে সোনাডাঙ্গা থানায় মামলা করতে পারে।’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
