প্রকাশিত : ২৩ মার্চ, ২০২২ ১৬:৩৮

পুলিশের গাড়ি থেকে লাফ, অন্য গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের

অনলাইন ডেস্ক
পুলিশের গাড়ি থেকে লাফ, অন্য গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পুলিশের গাড়ি থেকে দিয়ে লাফ দিয়ে অন্য একটি গাড়ির ধাক্কায় মো. রাকিব (২২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা বন্দর থানার কনস্টেবল রতন মিয়া বলেন, তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে লাফিয়ে পড়ে। পরে পেছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রাকিব। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কনস্টেবল রতন মিয়া আরও জানান, নিহত রাকিবের গ্রামের বাড়ি বন্দর থানার চিড়াই ভাওয়া নন্দকানন সরকারি কলোনি এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

উপরে