শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রার্থীদের নির্ধারিত আসনে বসতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হবে। এছাড়া পুরুষ ও নারী প্রার্থীদের আলাদা কেন্দ্র করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, পরীক্ষাকেন্দ্রে প্রার্থীরা কোনো ধরনের ইলেকট্রিক ডিভাই নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে প্রবেশের আগে পুরুষ-নারী পুলিশ দিয়ে প্রার্থীদের তল্লাশি করা হবে। কেন্দ্রে সব ধরনের অনিয়ম রোধে তিন স্তরের নিরাপত্তা বসানো হবে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। কেন্দ্র সচিবের কাছে একটি অ্যানালগ ফোন থাকবে। তিনি ছাড়া অন্য কারও কাছে ফোন থাকবে না। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে নির্ধারিত আসন বসতে হবে। ৩০ মিনিট আগে সব প্রবেশের ফটক বন্ধ করে দেওয়া হবে। পুরুষ-নারীদের আলাদা কেন্দ্র করা হয়েছে। পরীক্ষার্থীর প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষর মিলিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। কে কোন সেটের প্রশ্ন পাবেন তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে জানানো হবে। ভিন্ন সেটে পরীক্ষা দিলে তা প্রার্থীর খাতা বাতিল করা হবে। আগে জেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হলেও এ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হয়ে পড়ায় এটি বাতিল করে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়। প্রার্থীর রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র পাঠানো ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্ততসহ সব কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়।
এ ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া বা গোয়েন্দা সংস্থাকে জানাতে বলা হয়েছে। তিন ধাপের পরীক্ষা দ্রুত সময়ে শেষ করে মৌখিক পরীক্ষা শুরু করা হবে। জুলাইয়ের মধ্যে যোগ্যপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
