প্রকাশিত : ২৯ জুলাই, ২০২২ ১৩:৫৭

রাজশাহীতে নিখোঁজ চার স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজশাহীতে নিখোঁজ চার স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

রাজশাহীতে তিনদিন ধরে নিখোঁজ থাকা চার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে ঢাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে তারা আর বাড়ি ফেরেনি। তারা নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, স্কুলে যাওয়ার কথা বলে ২৬ জুলাই তারা বাড়ি থেকে বের হয়। পরে বাড়িতে না ফিরলে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

নিখোঁজ চারছাত্রীর মধ্যে একজন পঞ্চম, দুইজন সপ্তম ও একজন অষ্টম শ্রেণিতে পড়ে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে