প্রকাশিত : ২১ আগস্ট, ২০২২ ১১:২৭

শেষ হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

অনলাইন ডেস্ক
শেষ হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) সারাদেশে মোট ২৫টি কেন্দ্র ও উপকেন্দ্রে একযোগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়। আর এর মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয়বারের মতো আয়োজিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা।

এর আগে, ৩০ জুলাই ‘বিজ্ঞান’ ও ১৩ আগস্ট ‘মানবিক’ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি ইউনিটের ফলাফলই এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। তবে ফল নিয়ে কারও যদি কোনো অভিযোগ থাকে তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।

এদিকে, ‘সি’ ইউনিটের পরীক্ষা শেষে গুচ্ছ ভর্তিপরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, সুষ্ঠুভাবে আমরা সব ইউনিটের ভর্তি পরীক্ষা নিতে পেরেছি। দ্রুত সি ইউনিটের ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে। ফল প্রকাশের পর সব ইউনিটের শিক্ষার্থীরা ফি দিয়ে ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পাবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, আমরা শিক্ষার্থীদের মেরিট পজিশন প্রকাশ করিনি। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে এর কোনো প্রভাব থাকবে না। সবার পছন্দ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পছন্দ তালিকা দেওয়া শেষে যার যার যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাবে।

এ বিষয়ে দ্রুত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া উপাচার্যদের কোর কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে বলে জানান তিনি।

এ বছর ভর্তিপরীক্ষার প্রশ্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার পাঠ্যসূচির ভিত্তিতে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া কথা বলা হয়েছিল। তবে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকেই প্রশ্ন আসতে দেখা যায়। প্রতি ইউনিটে মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। পাস নম্বর ৩০ ধরা হয়েছে। এছাড়া গতবারের মতো এ বছরও বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো ইউনিটে পরীক্ষা নেওয়া হয়নি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে