প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২২ ১১:২০

দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা

অনলাইন ডেস্ক
দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা

চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে ১০ অস্ত্রসহ মূল কারিগর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। এসময় অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন শেষে গ্রেফতার জাকির হোসেনকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হবে বলে জানান এ র‍্যাব কর্মকর্তা।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে