প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৮

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন আন্তরিক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বার্তায় প্রধানমন্ত্রী নারী ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ অভিনন্দন জানান।

বিদেশ সফররত প্রধানমন্ত্রী তার বার্তায় ভবিষ্যতেও বাংলাদেশ নারী ফুটবল দলের এমন জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে